ভোলা প্রধান ডাকঘর ভবনটি জেলা প্রানকেন্দ্র নতুন বাজার অবস্থিত। ইহার পূর্ব পাশে জেলা প্রসাশকের কার্যয়ালয় ও সদর থানা এবং উত্তর পাশে সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ১৯৮৪ সালে ডাকঘরটি বি-গ্রেড এ রুপান্তরিত হয়। বর্তমানে অত্র ডাকঘরে পোস্ট মাস্টার এবং সহকারি পোস্ট মাস্টার সহ ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারি আছে। অত্র ডাকঘরের হিসাবাধীন ৬টি উপজেলা ডাকঘর, ৪টি সাব পোস্ট অফিস, ৫টি ইডি সাব পোস্ট অফিস এবং ৯৬টি শাখা ডাকঘর আছে।
বর্তমানে এই জেলায় ডাক বিভাগের অধীনে ১০১ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস